ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক নতুন একটি ইতিহাস তৈরি করল। মহামান্য সুলতান বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত ১৬৬ কারাবন্দিদের জন্য সর্বোচ্চ ক্ষমা জারি করেছেন।
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে যে, “১৬৬ জন বন্দীদের মধ্যে ওমানি এবং প্রবাসীরাও রয়েছে। ওমানের সুলতান ক্ষমা করার এই সিদ্ধান্ত ৫৩ তম জাতীয় দিবস উপলক্ষ্যে নিয়েছেন এবং সকল কারাবন্দিদের পরিবারের কথা বিবেচনায় নিয়ে মহামান্য সুপ্রিম কমান্ডারের কাছ থেকে এই ক্ষমা করার সিদ্ধান্ত আসেছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
