ওমানের ৫৩ তম মহান জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছেন দেশটির মহামান্য সুলতান হাইথাম বিন তারেক। সোমবার ওমান অবজার্ভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২২ এবং ২৩ নভেম্বর দেশটির সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরও ছুটি থাকবে।
তবে যেসব প্রতিষ্ঠানে বন্ধের দিনগুলোতেও শ্রমিকদের কাজ করা জরুরী, সেখানে শ্রমিকদের এই দুই দিনের জন্য বাড়তি পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে।
আগামী ১৮ নভেম্বর ওমানের নবজাগরণের ৫৩ বছর পূর্ণ হবে। দিবসটি উপলক্ষে আদ দাখিলিয়্যার আদম এয়ার বেজের মিলিটারি প্যারেড গ্রাউন্ডে শনিবার জমকালো প্যারেড অনুষ্ঠিত হবে। এতে সুপ্রিম কমান্ডার হিসেবে সুলতানও উপস্থিত থাকবেন।
এদিকে জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাজা, শীর্ষ নেতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা সুলতান হাইথাম বিন তারিককে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। এসব বার্তায় মহামান্যের প্রতি তাদের আন্তরিক অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি তার দুরদর্শী নেতৃত্বে ওমানের ইতিবাচক অগ্রগতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
