ওমানে শ্রম মন্ত্রনালয় ও শ্রম কল্যাণ বিভাগের যৌথ অভিযানে ৩০ জন প্রবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় মাস্কাটের বিভিন্ন বাসাবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বলা হয়েছে, ওই প্রবাসীরা দেশের শ্রম আইনের বিধান লঙ্ঘন করে নানা কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
মূলত অভিযানটি ছিল শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং আইন অনুযায়ী শ্রমিক নিয়োগ করা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টার অংশ। এছাড়া জনসাধারণকে লাইসেন্সবিহীন কাজ বা শ্রম আইন লঙ্ঘনের সন্দেহজনক যে কোনো বিষয় নিকটস্থ শ্রম মন্ত্রণালয়ের অফিসে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
