অবৈধ পথে রোমানিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশিসহ ৮৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। দুটি আলাদা বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে রোমনিয়া সীমান্ত পুলিশ।
বর্ডার পুলিশ জানায়, রোববার আনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে নাদলাক-২ সীমান্তে একটি মালবাহী লরিতে লুকিয়ে থাকা ৫২ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়। তারা লরিতে লুকিয়ে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদে গাড়িটির রোমানীয় চালক রোমানিয়া-ইতালি রুটে ফ্রিজ বহন করার তথ্য দিয়েছিল।
আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত পুলিশ জানিয়েছে, একটি ট্রাক এবং আরেকটি কোচের ভেতর থেকে থেকে ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়া এসেছিলেন। সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক হওয়া এসব অভিবাসীর বিরুদ্ধে সীমান্ত অতিক্রম করার অভিযোগ তদন্তাধীন রয়েছে।
রোমানিয়া দীর্ঘদিন ধরে ইউরোপের মুক্ত চলাচলের অঞ্চল শেঙ্গেন জোনে প্রবেশের জন্য চেষ্টা করে আসছে। তাই শর্তপূরণে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ভিসা নিয়ে আসা অভিবাসীদের ওপর বেশ কড়া নজরদারি রাখে রোমানিয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
