ওমানে এক স্থানীয় নাগরিককে হত্যার দায়ে ৩ প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম অ্যারাবিয়ান ডেইলি এ তথ্য জানায়। বলা হয়, উত্তর আল বাতিনাহ অঞ্চলের পুলিশ কমান্ড সোহার এলাকায় এক নাগরিককে হত্যার অভিযোগে ওই ৩ প্রবাসীকে হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন এক প্রবাসীকে বেধম পিটুনির অভিযোগে দুই ওমানিকে নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইছে। সড়কে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওই প্রবাসীকে বেধরম পেটায় তারা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই অভিযুক্ত ওমানিকে আটক করার কথা জানায় উত্তর আস শারকিয়া প্রশাসন। আর ন্যাক্কারজনক এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ওমানের মানবাধিকার কমিশন।
কমিশনের তরফ থেকে বলা হয়, ওমানের প্রতিটি নাগরিক এবং প্রবাসী জীবনের নিরাপত্তা ও মর্যাদা উপভোগ করবেন। দেশে বসবাসরত সকল নাগরিক ও প্রবাসীর সুরক্ষার নিশ্চয়তা দিতে ওমান প্রতিজ্ঞাবদ্ধ। অতএব যে কোনো ধরণের হামলা ও নির্যাতন মৌলিক বিধানের লঙ্ঘন। এসকল ক্ষেত্রে অভিযুক্তকে অবশ্যই আইনের আওতাও এনে বিচারের সম্মুখীন করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















