রয়্যাল ওমান পুলিশ (আরওপি), অবৈধভাবে ওমানের সালতানাতে প্রবেশের চেষ্টা করার জন্য ১৭ বিদেশীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের মধ্যে বেশির ভাগই এশিয়র নাগরিক রয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃতরা ওমানের সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরওপি এক বিবৃতিতে বলেছে,”উত্তর আল বাতিনাহ গভর্নরেটের কোস্ট গার্ড পুলিশ ১৭ জন এশিয়ার নাগরিকদের বহনকারী একটি নৌকাকে আটক করেছে যখন তারা অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
