ওমানের ইবরা নামক স্থানে উটের লাথিতে ফয়াজ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২-আগস্ট) বাংলাদেশ সময় রাত আটটার দিকে ফয়াজ উটের খাবারের জন্য ঘাস দিতে যান। একপর্যায়ে উটের লাথিতে তাঁর মাথা ফেটে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের জন্য কঠোর আইন
মৃত্যু ফয়াজ মিয়ার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ দিলদারপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়াজ প্রায় সাড়ে তিন বছর আগে ওমানে যান। তিনি সেখানকার ইবরা শহরের একটি সবজিবাগানে কাজ করতেন। এ ছাড়া পাশে অবস্থিত একটি উটের খামারে খণ্ডকালীন কাজ করতেন।
আরো পড়ুনঃ ক্ষতিগ্রস্ত প্রবাসীরা পাবেন ২০০ কোটি টাকার ঋণ
নিহত ফয়াজের ছোট ভাই রেনু মিয়া দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ফয়াজ অবিবাহিত ছিলেন। করোনা পরিস্থিতির উন্নতি হলে ছুটি নিয়ে দেশে ফিরে তাঁর বিয়ে করার কথা ছিল। তাঁর বাবা বেঁচে নেই। ছেলের মৃত্যুর খবর পেয়ে তাঁদের বৃদ্ধ মা মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওমানে থাকা বাংলাদেশিদের উদ্যোগে ফয়াজের লাশ দেশে আনার চেষ্টা চলছে। বর্তমানে তার মরদেহ ওমানের একটি মর্গে রয়েছে।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
