মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনি কট্টরপন্থী সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়া সংগঠনটিকে কোনো ‘শাস্তি দেবে’ না। গত মঙ্গলবার তিনি পার্লামেন্টে বলেন, মালয়েশিয়ার ‘সর্বসম্মতভাবে’ ফিলিস্তিনকে সমর্থন করা উচিত। হামাসের বিদেশি সমর্থকদের ওপর মার্কিন আইন প্রণেতাদের নিষেধাজ্ঞা প্রস্তাবের প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। আরো অনেক মুসলিমপ্রধান দেশের মতোই ইসরায়েলকে এ পর্যন্ত স্বীকৃতি দেয়নি দেশটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
