রোববার (৫ নভেম্বর) রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে মোহাম্মদ রায়হান (২২) নামে এক বাংলাদেশি কর্মী ঘুমন্ত অবস্থায় মারা যান।
জানা যায়, গত শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে রওনা দেন রায়হান। পরে শনিবার (৪ নভেম্বর) রাতে রিয়াদে পৌঁছান তিনি।
মোহাম্মদ রায়হান সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। তার মৃত্যুে গ্রামবাসীর গভীরভাবে শোকআহত ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
