বাংলাদেশ থেক লজিস্টিক, অবকাঠামো, তথ্য-প্রযুক্তি ও আউটোর্সিং প্রভৃতি খাতে আরও বেশি হারে দক্ষ মানবসম্পদ নেওয়ার জন্য মদিনা চেম্বারের উদ্যোক্তাসহ সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শীর্ষ বাংলাদেশি বানিজ্যিক প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বারের সভাপতি সামীর সাত্তারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি সফর করছে। সম্প্রতি মদিনা চেম্বারের কার্যালয়ে এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
সভায় ডিসিসিআই সভাপতি বলেন, ‘দীর্ঘদিন ধরেই বিপুল সংখ্যক বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন খাতে নিয়োজিত আছেন। বাংলাদেশের মোট রেমিট্যান্সের প্রায় ৩০ শতাংশই সৌদি আরব হতে আসে।’
এদিকে জেদ্দায় ইসলামী নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘ওআইসি’র সমন্বয়ে সৌদি আরব ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রী ৬ নভেম্বর সকালে ট্রেনে করে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখবেন। এরপর পবিত্র ওমরাহ পালন শেষে ৭ নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশে মক্কা ত্যাগ করবেন শেখ হাসিনা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















