নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের সাঁকোতে এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবুল কালাম (৫৫)। তিনি উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের মিরালীপুর গ্রামের মৃত আমিন উল্যার ছেলে। গত শনিবার দুপুরের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত আবুল কালাম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ৪-৫ মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করা কালে আবুল কালাম বিদেশ থেকে টাকা পয়সা দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠান। বিদেশ থেকে আসার পর টাকা পয়সার হিসেব নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার ঝগড়াঝাঁটি হয়।
গত শনিবার ভোর রাতে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আবুল কালাম নামে এক সৌদি প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় এলাকাবাসী ও পুলিশের ধারণা, স্ত্রীর সঙ্গে টাকা নিয়ে মনোমালিন্যের জের ধরে তিনি এই আত্মহত্যা করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















