গত তিন মাসে ১২ হাজার প্রবাসীকে বাধ্যতামূলক নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। দেশটির আবাসিক এবং শ্রম আইন লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে প্রবাসীদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। তবে তাদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানানো হয়নি।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে কুয়েত থেকে প্রায় সাড়ে ৪ হাজার প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও আইন লঙ্ঘনকারীদের ধরতে নিরাপত্তা অভিযান অব্যাহত রেখেছে দেশটি। এই অভিযানের অন্যতম লক্ষ্য পলাতক এবং ওয়ান্টেড ব্যক্তিদের শনাক্ত করা।
বলা হচ্ছে, যেসব প্রবাসী কুয়েতের নিয়ম ও আইন লঙ্ঘনের কারণে বহিষ্কার করা হয়েছে তারা পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবেন না। এর আগে সেপ্টেম্বর ও আগস্টে দেশটি প্রায় সাত হাজার ৬৮৫ জন আইন লঙ্ঘনকারী প্রবাসীকে বাধ্যতামূলক নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে বহিষ্কৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক তা বিস্তারিত জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
