ওমানে আজ (শুক্রবার) থেকে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। শুক্রবার (৭-আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টা থেকে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। মূলত ওমানে আজথেকে আরব সাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে নাগরিক এবং প্রবাসীদের নিরাপদ স্থানে যেতে তাদের চলাচলের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওমান ডেইলির সংবাদে।
আরো পড়ুনঃ নিয়মের জালে বন্দী প্রবাসীদের ঋণ
কমিটি থেকে জানানো হয়েছে যে, শুধুমাত্র ধোফার অঞ্চল ব্যতীত ওমানের সমস্ত অঞ্চলের জন্য নতুন এই নির্দেশনা জারী করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ধোফার অঞ্চলে লকডাউন অব্যাহত থাকবে। সেইসাথে ৮-আগস্ট থেকে ওমানের প্রতিটি অঞ্চলে লকডাউনের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শনিবার ৮-আগস্ট থেকে ১৫-আগস্ট পর্যন্ত পূর্বের দেওয়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার পরিবর্তে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সুপ্রিম কমিটি। আগামীকাল (শনিবার) থেকে ওমানের প্রতিটি অঞ্চলের প্রবাসী ও ওমানি নাগরিকদের জন্য আগামী শনিবার (১৫-আগস্ট) পর্যন্ত এই আইন মেনে চলতে হবে। আইন অমান্যকারীদের জন্য মোটা অংকের জরিমানা সহ বিভিন্ন মেয়াদে সাজার আইন রয়েছে বলে জানানো হয়েছে। সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
