এবার করোনায় আক্রান্ত হলেন ঐতিহাসিক বাবরি মসজিদ মামলায় রায় প্রদানকারী ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রাজ্যসভার সাংসদ ও সাবেক প্রধান বিচারপতি গগৈ নিজেই এই খবরের সত্যতা স্বীকার করেছেন। গত ৫ আগস্ট অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে বিতর্কিত রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূমিপূজো শুরুর কয়েক ঘণ্টা আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বাবরি মসজিদ মামলার রায় দেওয়া সেই বিচারপতি।
রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চই অয্যোধ্যা মামলার রায় দিয়েছিলেন। এবার সেই রাম মন্দিরের ভূমিপূজা বা ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন মামলার রায় দানকারী ভারতীয় সুপ্রিম কোর্টের ওই সাবেক প্রধান বিচারপতি।
আরো পড়ুনঃ ওমানের সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ
২০১৯ সালের ৯ নভেম্বর তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চই রাম মন্দির মামলার ঐতিহাসিক রায় দিয়েছিল। এমন একটি দিনে সাবেক প্রধান বিচারপতি গগৈয়ের করোনা আক্রান্ত হওয়ার খবর এলো যেদিন রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান। প্রধান বিচারপতির পদ থকে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হন রঞ্জন গগৈ। বিরোধীরা গগৈয়ের সাংসদ পদে বসার বিষয়টিকে রামমন্দির মামলার রায় দানের ‘পুরস্কার’ হিসেবে বর্ণনা করেন। সূত্র : ইন্ডিয়া টাইমস।
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
