পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল (৫-আগস্ট) থেকে পুনরায় ওমানে করোনা পরীক্ষা শুরু হচ্ছে। আজ (মঙ্গলবার) ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে আগামীকাল ৫ আগস্ট (বুধবার) থেকে আবার শুরু হয়েছে করোনা পরীক্ষা। গত সপ্তাহে, স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে, ঈদের ছুটি থাকায় গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত দেশটিতে সকল করোনা পরীক্ষা কেন্দ্র বন্ধ থাকবে। ৫ আগস্ট থেকে যথারীতি আবার সকল পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হবে।
আরো পড়ুনঃ চলতি মাসে ওমান থেকে ঢাকায় একাধিক ফ্লাইট
গত ২৯ শে জুলাই এমওএইচ অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানিয়েছিলো, “মন্ত্রীপরিষদ অস্থায়ীভাবে ৩১ জুলাই, মঙ্গলবার থেকে ৪ মঙ্গলবার, বুধবার পর্যন্ত করোনা পরীক্ষা স্থগিত করেছে। ৫ আগস্ট বুধবার থেকে আবার দেশটিতে করোনা পরীক্ষা শুরু করা হবে।” সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে পূর্বের ধারাবাহিকতায় করোনা পরীক্ষা এবং ঘোষণা শুরু হচ্ছে। উল্লেখ্য: ঈদের ছুটির কারণে গত ৩১ জুলাই থেকে ৪-আগস্ট পর্যন্ত ওমানে করোনা আক্রান্তের অফিসিয়াল ঘোষণা বন্ধ ছিলো। আগামীকাল থেকে পুনরায় করোনা সংক্রমণের সরকারি ঘোষণা শুরু হবে।
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটের টিকেট যেভাবে পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
