মালয়েশিয়ার জহুর রাজ্যের পাম বাগানে অভিযান চালিয়ে ৫৫ বাংলাদেশিসহ মোট ১৯৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে জহুর ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার রাজ্যের জহুর বারু জেলার পাম বাগানের দুটি পৃথক স্থানে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এক বিবৃতিতে জহুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, আটক অবৈধ অভিবাসীরা ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে বাঁচতে মেইন রোড থেকে অনেক ভেতরে ১৫টি কন্টেইনারে বসতি করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। এই সংবাদ পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, অভিযানে ৬৪১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ভিসা যাচাই বাছাই করা হয়। এদের মধ্যে ১৯৫ জনের কাছে দেশটিতে থাকা বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৫৫ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬২ জন, ভারতীয় ২৮ জন এবং ১৬ জন পাকিস্তানি নাগরিক রয়েছে। তাদের পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।
তাহির বলেন, যারা অবৈধ অভিবাসীদের চাকরি অথবা নিয়োগ দেবে সেসব নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অবৈধ অভিবাসীদের ডিসেম্বরের মধ্যে চলমান আরটিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামে দ্রুত রেজিস্ট্রেশন করার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
