হাসান সাহেবের তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। দুই জামাতাকেই অতি ধুরন্ধর বলে মনে করেন তিনি। এদের একজন সাব্বির আরেকজন হাসিব। দুজনেই সামনা সামনি শ্বশুরকে অতিরিক্ত শ্রদ্ধার ভাব দেখায়। হাসান সাহেব এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত। কিন্তু স্ত্রী মিনুর ধারণা উল্টো। তিনি মনে করেন- দুই মেয়ে জামাই শ্বশুরকে খুব ভক্তি করে। দুই জামাতার স্বরূপ জানতে বুদ্ধি আঁটেন হাসান সাহেব।
বাবা মারা গেছেন এমন একটি মিথ্যা খবর ছোট মেয়েকে দিয়ে দুই মেয়েকে জানান তিনি। হুড়োহুড়ি করে বাড়িতে আসে দুই জামাই। এসে দেখে তাদের জন্য নতুন বিড়ম্বনা অপেক্ষা করছে। হাসান সাহেবের শ্যালক মিজান বাড়িতে পলিগ্রাফ টেস্টের ব্যবস্থা করেছে। এই টেস্টের মাধ্যমে জানা যায়- কেউ সত্যি না মিথ্যা বলছে। সাব্বির আর হাসান দিশাহারা হয়ে ওঠে। এরপর ঘটতে থাকে একের পর এক মজার সব ঘটনা।
এমনই মজার গল্প নিয়ে তৈরি ঈদের বিশেষ নাটক ‘উৎসব উৎসব’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইজাজ, প্রযোজনায় রয়েছেন আবু তৌহিদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, ড. এজাজুল ইসলাম, জিয়াউল হাসান কিসলু, শিরিন আলম, হাফিজুর রহমান সুরুজ, পুতুল প্রমুখ।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
