ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিয়ে প্রতিনিয়তই নানা কারণে লাশ হয়ে ফিরছে প্রবাসী বাংলাদেশিরা। দুর্ঘটনা, হৃদরোগে আক্রান্ত কিংবা হতাশায় আত্মহত্যা করছে অনেকেই। সম্প্রতি দেশটিতে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু নিয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
পাসপোর্টের তথ্য অনুযায়ী জানা গেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গোয়াতগাঁও গ্রামের মো. লাল মিয়ার ছেলে মো. রুমেল মিয়া সম্প্রতি ওমানের সালালাহ শহরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃতের কোনো আত্মীয়-স্বজন যোগাযোগ না করায় দীর্ঘদিন ধরে সালালাহ সুলতান কাবুস হাসপাতালের মর্গে পড়ে আছে লাশটি। এমতাবস্থায় দাফন করাও সম্ভব হচ্ছে না। ওমানের বাংলাদেশ দূতাবাসকে শিগগিরই লাশের পরিচয় শনাক্তে হাসপাতাল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে এমন তথ্য পাওয়া গেছে।
আরো পড়ুনঃ ঈদুল আযহা উপলক্ষে ওমান সুপ্রিম কমিটির বিশেষ নির্দেশনা
কেউ নিহতের আত্মীয়-স্বজনদের পরিচয় জেনে থাকলে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দূতাবাসের জরুরি ০০৯৬৮-৯৬১৪৮৪০৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সুত্রঃ জাগো নিউজ
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
