ওমানে মহামারী করোনায় মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। দেশটিতে আজ নতুন ১৩ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় ১ জন বেশি। তবে দেশটিতে প্রবাসী আক্রান্তের হার নিম্নমুখী। রবিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১১৪৭জন ব্যক্তি শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১০৫৩ জন ওমানি নাগরিক এবং প্রবাসী ৯৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৬,০০৫ জন।
ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে জানাগেছে এখন পর্যন্ত ওমানে সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৪জনের। যাদের মধ্যে ২৩৪ জন ওমানি নাগরিক এবং ১৫০ জন প্রবাসী। ৬০ থেকে ৭৯ বছর বয়সী রোগীদের মৃত্যুর সংখ্যা বেশী ওমানে।
আরো পড়ুনঃ ওমানের মাস্কাট এয়ারপোর্টে নতুন আইন জারী
মন্ত্রণালয়ের সূত্রে দেখা গেছে ওমানে ২০ বছরের কম বয়সী ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। ২১ থেকে ২৯ বছর বয়সী ৫ জন। ৩০ বছর বয়সী ১৬ জন। ৩১ থেকে ৩৯ বছর বয়সী ২৪ জন। ৪০ বছর বয়সী ২১ জন। ৪১ থেকে ৪৯ বছর বয়সী ৪২ জন। ৫০ বছর বয়সী ২৩ জন। ৫১ থেকে ৫৯ বছর বয়সী ৪১ জন। ৬০ বছর বয়সী ৬৭ জন। ৬১ থেকে ৬৯ বছর বয়সী ৩১ জন। ৭০ বছর বয়সী ৬৭ জন। ৭৯ বছর বয়সী ৬ জন। ৮০ বছর বয়সী ৩৬ জন এবং ৮০ বছরে উপরে ১ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ১২৩৮ জন সহ সর্বমোট সুস্থ ৫৫,২৯৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন পরীক্ষা করা হয়েছে ৩১৮৭ জন সহ এখন পর্যন্ত সর্বমোট পরীক্ষা হয়েছে ২,৯৬,৯৮৯ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৫৪৫ জন এবং এদের মধ্যে ১৬৭ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৬৭ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সুত্রঃ ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ পরবর্তী ফ্লাইটে ওমান থেকে যারা দেশে ফিরবেন
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯২৮ জনে। রোববার (২৬ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এর একদিন আগে (শনিবার) মারা যান ৩৮ জন। এছাড় আক্রান্ত হন ২ হাজার ৫২০ জন। সে হিসাবে একদিনে মৃত্যু বেড়েছে ৪২ ভাগ।
সারাদেশের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। নতুন পরীক্ষা করা নমুনায় ২ হাজার ২৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৩ হাজার ৮৮২ জন।
আরো দেখুনঃ ওমানে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের ফাকা গুলি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
