অ্যাপল স্টোরে আইফোন১৫-এর প্রি অর্ডার চালু হওয়ার ১৫ মিনিটের মধ্যে ক্রেতাদের চাপে ক্র্যাশ করে সাইটটি। এ অবস্থা ছিল প্রায় ১৫ মিনিট। সংবাদ মাধ্যম ডেইলি মেইলের সূত্রে জানা যায়, ক্র্যাশ হওয়া পর অ্যাপল স্টোরের সাইটে লেখা ছিল ‘প্রায় কাছাকাছি। অল্প কিছু ফিনিশিং বাকি আছে। এর পরেই অ্যাপল স্টোর প্রস্তুত হয়ে যাবে। দেখা হবে তাড়াতাড়ি।’
এতে ক্রেতারা রাগান্বিত হয়ে টুইটারে তাদের হতাশার কথা জানাতে থাকেন। একজন বলেন, পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান হয়েও আইফোন-১৫ উন্মোচনের জন্য যথাযথভাবে প্রস্তুত হতে পারেনি তাদের সাইট। আরেকজন বলেন, অ্যাপল স্টোর একাধিকবার ক্র্যাশ হওয়াতে আমার প্রি-অর্ডারটি বাতিল হয়েছে।
জানা গেছে, এবারের আইফোনে বড় একটি চমক হলো এর সব মডেলে ব্যবহার করা হয়েছে ইউএসবি সি চার্জিং পোর্ট। ক্যামেরাতে রয়েছে বিশেষ আপগ্রেড। রয়েছে শক্তিশালী জুম। মেইন ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে এআই ক্ষমতাসম্পন্ন ভয়েস আইসোলেশন ফিচার, যার মাধ্যমে অনেক কোলাহলের মধ্যেও কথা শোনা যাবে পরিস্কার। দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
