ওমানে মহামারী করোনার কারণে দীর্ঘদিন রেসিডেন্স কার্ড/পতাকা নবায়নে বিলম্ব ফি মওকুফ থাকার পর আজ থেকে পুনরায় জরিমানা শুরু হলো। বৃহস্পতিবার রয়্যাল ওমান পুলিশের পক্ষথেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ ওমানের জাতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আরওপির এক কর্মকর্তা বলেন, “আরওপি পরিষেবা কেন্দ্রগুলি এখন উন্মুক্ত থাকায় আবাসিক কার্ড নবায়ন করতে বিলম্বকারীদের ১৫ জুলাই থেকে জরিমানা করা হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
