ওমানে বিষাক্ত সাপের ছোবলে গুরুতর আহত এক ব্যক্তিতে উদ্ধার করেছে দেশটির পাবলিক অথরিটি অব সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা)। বৃহস্পতিবার দেশটির ইয়ানকুলের উইলিয়তের একটি পাহাড়ে এই ঘটনা ঘটেছে বলে টাইমস অব ওমানের খবরে নিশ্চিত করেছে। প্যাকডা থেকে জারি করা বিবৃতিতে জানিয়েছে যে, “আল-দাহিরাহ অঞ্চলের ইয়ানকুলের উইলিয়াত পাহাড়ি গ্রামে এক ব্যক্তিকে বিষাক্ত সাপে কামড় দিলে স্থানীয় ব্যক্তিরা আমাদের জানালে তাৎক্ষনিকভাবে আমাদের উদ্ধারকারী দল যেয়ে তাকে উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
