ওমানে আজ (১৫-জুলাই) থেকে অনলাইনে ভিসা নবায়ন বন্ধ ঘোষণা করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। বুধবার আরওপি’র বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক ওমান ডেইলিতে এই সংবাদ প্রচার করেছে। এতে বলা হয়েছে, এখন থেকে ওমানে প্রবাসীরা তাদের ভিসা নবায়নের জন্য পূর্বের মতো পুলিশ সার্ভিস সেন্টারে যেয়ে এরপর ভিসা নবায়ন করতে হবে। এতে আরও বলা হয়, আজ থেকে ভিসা নবায়নে বিলম্ব মাশুল দিতে হবে আগের মতই। কেউ যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও তার রেসিডেন্স কার্ড/পতাকা নবায়ন না করে, তাহলে এখন থেকে বিলম্বের জন্য জরিমানা আরোপ করা হবে, তবে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে আরওপি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
