বিশ্বের অনেক এয়ারলাইন্সের নজর এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দিকে। এজন্য বিমান কর্মীদের স্বচ্ছ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যানবাহন উপ কমপ্লেক্সে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন বিমান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল জাতীয় পতাকা বহন করে বিশ্বের দূর-দূরান্তে সেবা দিয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বপ্ন বাস্তবে পরিণত হলেও; তা দেখে যেতে পারেননি জাতির পিতা। তবে সে লক্ষ্য পূরণে বিমান এগিয়ে চলছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সিঙ্গাপুরের চাঙ্গী বিমানবন্দরের আলোকে নান্দনিকভাবে গড়ে তোলা হচ্ছে। বিমানবন্দরের সেবার মান ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে হবে বিমানকর্মীদের।
বিদেশি এয়ারলাইন্সগুলোকে ব্যবসায়িক পরিবেশ দিতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জার্মানি, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের এয়ারলাইন্স এদেশে এখন ব্যবসা করতে চায়। প্রতিমন্ত্রী বলেন, বিমানকে লাভজনক অবস্থায় রাখতে হবে। বিমান পাঁচ হাজার কোটি টাকা লাভ করলে সেখান থেকে বিমান কর্মীদের বেতন বাড়াতেই পারে। আবার লোকসানও বিমানকেই বহন করতে হয়। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্মার্ট এভিয়েশন গড়তেই ঢাকাসহ সারাদেশের এয়ারপোর্টগুলোকে নতুন রূপে সাজানো হচ্ছে জানিয়ে মাহবুব আলী বলেন, যাত্রীদের আরও স্বল্প সময়ে সব সেবা দিতে হবে বিমান কর্মীদের। দেয়ার চেষ্টা করতে হবে। এটার দাবিদার যাত্রী। এটা ইবাদতের মতো মনে করতে হবে বিমান কর্মীদের।
বিমান ব্যবস্থাপনা পরিচালক জানান, ধীরে ধীরে বিমান লাভজনক হচ্ছে। থার্ড টার্মিনাল বিমানের হাতেই থাকবে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিমানের কর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে। কোন ধরনের দুর্নীতি, অনৈতিক কর্মকাণ্ডে না জড়িয়ে সঠিকভাবে কাজ করতে হবে
আর বিভিন্ন দাবি জানিয়ে শ্রমিক নেতারা বলেন, থার্ড টার্মিনালে হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমানের কাছেই রাখতে হবে। পাশাপাশি ওভারটাইম, করোনায় কেটে রাখা অর্থ পরিশোধ ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
