ওমানে আগামী ১২ জুলাই থেকে অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নবায়ন শুরু হচ্ছে। বুধবার ওমান ডেইলির এক সংবাদে রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) ঘোষণা দিয়েছে যে, দেশটিতে নাগরিক ও প্রবাসীরা তাদের মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আরওপি ওয়েবসাইট বা স্মার্টফোন অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করে অনলাইনের মাধ্যমেই নবায়ন করতে পারবে।
তবে অনলাইনে লাইসেন্স নবায়ন করতে ড্রাইভারদের চোখের পরীক্ষার “PKI” রিপোর্ট লাগবে। অপরদিকে নতুন চালকদের জন্য নিকটতম আরওপি থেকে তাদের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
