লটারির টিকিট কেটে এফএএসটি৫ গ্র্যান্ড প্রাইজে প্রথম পুরস্কার পেয়েছেন লখনউয়ের একজন স্থপতি দুবাই প্রবাসী মোহাম্মদ আদিল খান। এই পুরস্কার হিসেবে প্রতি মাসে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পাবেন বিজয়ী এই প্রবাসী। আগামী ২৫ বছর পুরস্কার হিসেবে এই অর্থ পাবেন তিনি।
এদিকে এক বিবৃতিতে বলা হয়, একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রোল করার সময় একটি বিজ্ঞাপন দেখতে পান দুবাই প্রবাসী আদিল খান। এরপর তিনি লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নেন। আদিল খান কখনো কল্পনাও করেননি তার প্রথম কেনাকাটা তাঁকে গ্র্যান্ড প্রাইজের বিজয়ী করে তুলতে পারে। পুরস্কারের টাকা দিয়ে আদিল পরিবারের জন্য একটি বাড়ি কেনার কথা ভাবছেন এবং বিনিয়োগের অন্যান্য মাধ্যমগুলোতে অর্থ বিনিয়োগ করার ইচ্ছা পোষণ করেছেন।
এদিকে, আদিল ২০১৮ সালে সৌদি আরব থেকে দুবাই যান। এ বিষয়ে আদিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এই প্রথম আমি কোনো র্যাফেল ড্র এর টিকিট কিনেছি। সামাজিক যোগাযোগ এর মাধ্যমে আমি এমিরেটস ড্রয়ের একটি বিজ্ঞাপন দেখতে পাই এরপর আশা নিয়ে পরের সপ্তাহে একটি টিকিট কিনি।’
এদিকে, পুরস্কার বিজয়ী দুবাই প্রবাসী আদিল খান বলেন, ‘প্রতি মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে ৫ লাখ টাকা পাওয়ার চিন্তা একদম অবিশ্বাস্যের চেয়ে কম কিছু নয়। আমি কখনো কল্পনাও করিনি যে আমার প্রথম টিকিট কেনার বিষয়টি আমাকে প্রথম এফএএসটি৫ গ্র্যান্ড প্রাইজ বিজয়ী করে তুলবে। ২৫ বছর ধরে আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে প্রায় সাড়ে ৫ লাখ টাকা পাওয়ার চিন্তা অবিশ্বাস্য।’
তিনি আরও বলেন, তিনি প্রথমবারের মতো গ্র্যান্ড প্রাইজের মতো বড় কিছু জিতেছেন। এটি তাকে ভালো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে জানান তিনি। এই বড় পুরস্কার প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে দুবাই প্রবাসী আদিল খান জানান, এখন এই অর্থ দিয়ে তিনি পরিবারকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করার স্বপ্ন পূরণ করতে পারবেন।
সূত্রঃ এনডিটিভি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
