ওমানে আগামী ২৪ থেকে ২৬ জুলাই পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া বিভাগ। এসময়ে কয়েকটি প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে তারা। এবিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
রবিবার (২৩ জুলাই) টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়, এই দুইদিন বায়ুমণ্ডলের নিম্নচাপ থেকে সৃষ্ট ট্রফ দ্বারা প্রভাবিত হবে ওমান। ফলে সোমবার সন্ধ্যা থেকেই দক্ষিণ আল শারকিয়াহ, আল উস্তা এবং ধোফারসহ দেশের বেশিরভাগ প্রদেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকায় ১০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বেশ কয়েকটি প্রদেশের পাহাড়ি এলাকাতেও ভারী বৃষ্টিপাত হবে। আর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপশি উত্তাল থাকবে সমুদ্র। সংশ্লিষ্টরা বলছেন, ওমান সাগর উপকূলে দেড় থেকে আড়াই মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়বে এবং আরব সাগরে এই ঢেউয়ের উচ্চতা হবে চার মিটার পর্যন্ত।
প্রতিকূল আবহাওয়ায় নাগরিক ও প্রবাসীদের পাহাড়ি নিম্নাঞ্চল থেকে দূরে থাকতে বলা হয়েছে। একইসাথে বৃষ্টির পানিতে শিশুদের সাঁতার কাটা থেকে বিরত রাখা এবং ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চল দিয়ে গাড়ি পারাপার না করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
