জনসংখ্যা বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছে চীন সরকার। এ প্রচেষ্টায় এবার যোগ দিল বিশ্বের অন্যতম বড় অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপ ডটকম। প্রতিষ্ঠানটি তাদের ৩২ হাজার কর্মীকে সন্তান নিতে উদ্বুদ্ধ করতে ১ বিলিয়ন ইউয়ান বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে।
যারা প্রতিষ্ঠানটিতে অন্তত ৩ বছর কাজ করেছেন, তারা সন্তান নিলে বছরে ১০ হাজার ইউয়ান করে বোনাস পাবেন। সন্তান একের অধিক হলে বোনাসও বাড়তে থাকবে। জন্মের পর থেকে ওই শিশুটির বয়স ৫ বছর হওয়া পর্যন্ত বাবা-মায়েরা বাৎসরিক এ বোনাস পেতে থাকবেন।
৩০ জুন ট্রিপ ডটকমের সিইও জেমস লিয়াং বলেন, নতুন এ চাইল্ড কেয়ার বোনাসের মাধ্যমে কর্মীদের আর্থিকভাবে সহায়তা করা হবে। এতে কর্মীরা তাদের পেশাগত লক্ষ্য ও অর্জনের সঙ্গে আপোষ না করে পরিবার শুরু বা বড় করতে উৎসাহিত হবেন।
চলতি বছরের শুরুর দিকে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, দেশটিতে বর্তমান জনসংখ্যা ১৪১ কোটি ১৮ লাখ। গত বছরের তুলনায় যা ৮ লাখ ৫০ হাজার কম। এর কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে, জন্মহার কমে যাওয়া। দেশটিতে বর্তমানে প্রতি এক হাজারে জন্মহার মাত্র ৬ দশমিক ৭৭ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন যদি জনসংখ্যা কমার এই প্রবণতা অব্যাহত থাকে, তবে বিশ্বের অন্যান্য অংশের জন্যও একটি সমস্যা তৈরি হতে পারে। কারণ, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
