দুটি করে বার আনা যাবে, এই কথা জেনে স্বর্ণ এনে বিপাকে পড়েছেন কয়েকশ প্রবাসী। তারা দেশে ফিরতে ফিরতেই সরকারের নিয়ম পাল্টে গেছে। একটির বেশি বার থাকলেই তা জব্দ হয়ে যাচ্ছে।
গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবে এই সিদ্ধান্ত জানানোর পর শুধু তিন দিনে ৩২০ জন প্রবাসীর কাছ থেকে ১১৭ গ্রামের একটি করে বার জব্দ করা হয়েছে। এই স্বর্ণ ফেরত পেতে ভুক্তভোগীরা ঢাকা কাস্টমস হাউজে ঘোরাঘুরি করছেন। কিন্তু তারা সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে পারছেন না। কাস্টমস কর্তৃপক্ষও বুঝতে পারছে, এই প্রবাসীরা না জেনে এই কাজ করেছেন। তাদের স্বর্ণ কীভাবে ফিরিয়ে দেওয়া যায়, সে বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কথাও বলেছে সংস্থাটি। এনবিআর পরামর্শ দিয়েছে, কিছু জরিমানা দিয়ে তা ফিরিয়ে দেওয়া যেতে পারে।
এতদিন যে কোনো প্রবাসী ভরিতে দুই হাজার টাকা কর দিয়ে দুটি বার আনতে পারতেন। এই সুযোগে বৈদেশিক মুদ্রার বদলে দুটি করে স্বর্ণের বার এনে দেশে বেচে দিলে মুনাফা হত তিন লাখ টাকা বা এর চেয়ে বেশি। তবে অর্থমন্ত্রী এই সুযোগ কমিয়ে দিয়েছেন। গত ১ জুন পেশ করা বাজেটে ব্যাগে করে স্বর্ণ আনার সুযোগ কমিয়ে কর বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এখন থেকে প্রবাসীরা সঙ্গে করে আনতে পারবেন একটি বার। আর ভরি প্রতি কর দিতে হবে চার হাজার টাকা। মন্ত্রী সেদিনই জানিয়ে দিয়েছেন, কেউ একটির বেশি বার আনলে সেটি বাজেয়াপ্ত হয়ে যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
