সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, সিস্টেম আপডেট হয় কিন্তু মালয়েশিয়ায় বাংলাদেশের পাসপোর্ট সেবা দিন দিন অবনতি হচ্ছে। দেশটিতে পাসপোর্ট এখন সোনার হরিণে পরিণত হয়েছে। ৫ থেকে ৬ মাসেও অনেকের ভাগ্যে জুটছে না এই পাসপোর্ট। ফলে, সুযোগ পেয়েও বৈধ হতে পারছেন না অনেক অবৈধ প্রবাসী।
মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনে প্রায় ৬০ হাজার প্রবাসী কর্মী নতুন পাসপোর্টের জন্য আবেদন করে অনেকেই যথাসময়ে পাসপোর্ট পাচ্ছে না। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা। প্রবাসীরা জানান, নতুন পাসপোর্টের জন্য আবেদন করে এখন হাজার হাজার প্রবাসী বাংলাদেশির মাঝে চলছে হাহাকার।
মালয়েশিয়া দূতাবাসে পাসপোর্ট নবায়ন করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগায় রিক্যালিব্রেশনের মাধ্যমে বৈধতা-গ্রহণে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন প্রবাসীরা। তাদের এই অভিযোগের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ৪ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
