ওমানে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ৬টা ৫৪ মিনিটের দিকে দেশটিতে ভূকম্পন অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ সকালে দেশটির দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশে এই ঘটনা ঘটে।
সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, এটি দক্ষিণ আশ শারকিয়াহ প্রদেশের জালান বানি বু আলীতে আঘাত হানে। রিখটার স্কেলে যা ছিলো ৩.৩ মাত্রার। তারা আরও জানিয়েছে যে স্থানীয় সময় সকাল ৬ টা বেজে ৫৪ মিনিটে ভূমিকম্পটি হয়। এটি ভুমি হতে ১৫ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভুমিকম্পটির কেন্দ্রস্থল সুরের উইলিয়াত থেকে প্রায় ৫৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
এদিকে গতকাল ৩১ মে প্রতিবেশী দেশ মিয়ানমার ও প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মিয়ানমারে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমকম্প আঘাত হেনেছে। ৩১ মে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দেশটির দক্ষিণ-পশ্চিম কাচিন রাজ্যে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাইতকিনা শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরতায় এ কম্পন সৃষ্টি হয়। আর নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ২। অবশ্য যেখানে এই ভূমিকম্প আঘাত হেনেছে তার বেশিরভাগই জনবসতিহীন দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
