মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের মধ্যে খেজুর উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওমান। বর্তমানে ওমানের কিছু অঞ্চলে শুরু হয়েছে খেজুর চাষের মৌসুম। অনুকূল আবহাওয়ার কারণে ওমানে খেজুর উৎপাদন বেশ ভালো বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বুধবার (৩১ মে) টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়, আদ্র আবহাওয়া শুরু হয়েছে ওমানের বেশ কয়েকটি অঞ্চলে। অনুকূল আবহাওয়ার কারণে দ্রুত ফসল কাটতে সুবিধা হয়।
গত কয়েকদিন ধরে ওমানের একাধিক এলাকায় আর্দ্র আবহাওয়া শুরু হয়েছে, বিশেষ করে উত্তর আশ শারকিয়াহ, আল দাখিলিয়াহ এবং দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের পার্বত্য অঞ্চলে এমন আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে। কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের পাম বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার হাইথাম বিন বদর আল-খানজারি ওমান নিউজ এজেন্সির সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন, ওমানে বিভিন্ন ধরণের খেজুর রয়েছে, যা অনুকূল পরিবেশের কারণে তাড়াতাড়ি গাছ থেকে কাটা যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পার্বত্য রাজ্যের গ্রামগুলোতে উচ্চ তাপমাত্রা, যা এটিকে ব্যবসায়ীদের জন্য একটি লাভজনক করে তোলে।
আল-খানজারি জানান, ওমানে বর্তমানে খেজুর উৎপাদনে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি এবং বিশ্বের অষ্টম এবং উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে ওমানে ৬২ হাজার একর জমিতে প্রায় ৯০ লাখেরও বেশি খেজুর গাছ রয়েছে এবং ২০২১ সালে ৩ লাখ ৭৪ হাজার টন খেজুর উৎপাদন হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
