শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্যাপক ধরপাকড় চলছে ওমান এবং সৌদি আরবে। গত একসপ্তাহে ১৭০ জনেরও বেশি প্রবাসী কর্মীকে গ্রেপ্তার করেছে ওমানের শ্রম মন্ত্রণালয় অন্যদিকে সৌদিতে গত এক সপ্তাহে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। বসবাস, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৪ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব যৌথ অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৬ হাজার ৫৯৮ জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন।
এছাড়া ৪ হাজার ৮২ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভেঙেছেন এবং ১ হাজার ৪১৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। বেআইনীভাবে সীমান্ত অতিক্রম করায় ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৩ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
গ্রেফতারকৃতদের মধ্য থেকে ২০ হাজার ৭০৭ জনকে ভ্রমণ সংক্রান্ত নথিপত্র পাওয়ার জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে স্থানান্তর করা হয়েছে এবং ৬ হাজার ৬৭৬ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী কাউকে যদি কেউ পরিবহন ও আশ্রয়সহ কোনো প্রকার সহযোগিতা করে তাহলে এটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য ওই ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে।
অন্যদিকে ওমানে ইতিমধ্যেই ১৭০ জনেরও বেশি প্রবাসী কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সাথে ২৪০ জনেরও বেশি প্রবাসীর ভিসা বাতিল করে আজীবনের জন্য নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। দেশটির শ্রম আইন লঙ্ঘনের দায়ে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওমানে আসা শ্রমিকেরা দেশটির শ্রম আইন মেনে চলছে কিনা এই উদ্দেশ্যে গেল ২১ মে থেকে ২৭ মে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে শ্রম মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি দল। সেই অভিযানে আইন লঙ্ঘনকারী ১৭৯ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৮১ জন চাকরিচ্যুত হয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সেই সাথে ২৪৫ জন প্রবাসী শ্রমিককে ওমান থেকে বহিষ্কার করা হয়েছে। সকল প্রবাসীকে ওমানের শ্রম আইন মেনে চলতে বলা হয়েছে। একইসাথে সব নিয়োগকর্তাকেও শ্রম আইনের বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
