ওমানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় চীন। ওমানের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচারের মন্ত্রী কায়েস মোহাম্মদ আল ইউসেফ বুধবার চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সাথে তার অফিসে সাক্ষাৎ করেন এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক এবং বাণিজ্য বিনিময় বাড়ানোর উপায় পর্যালোচনা করেছে। মাস্কাট ডেইলির প্রতিবেদনে বলা হয়, তারা ব্যবসা, শিল্প ও বিনিয়োগ খাতে যৌথ সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন।
উভয় পক্ষ ওমান ভিশন ২০৪০-এর কাঠামোর মধ্যে অর্থনৈতিক বৈচিত্র্যের ক্ষেত্রগুলো নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে বিনিয়োগে আগ্রহী করে তুলেছে।
বৈঠকে মন্ত্রী ইউসুফ ওমানের বিভিন্ন প্রদেশে এবং মুক্ত অঞ্চলে বিনিয়োগের সুযোগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা তুলে ধরেন।
ইউনানের গভর্নর পরে পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর হামাদ আল বুসাইদির সঙ্গে দেখা করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নয়নের উপায় পর্যালোচনা করা হয়। অর্থনৈতিক, বিনিয়োগ এবং পর্যটন ক্ষেত্রে ইউনান প্রদেশের সাথে যৌথ প্রদর্শনীর আয়োজন এবং উভয় পক্ষের মধ্যে দক্ষতা বিনিময় এবং পরিদর্শনের পাশাপাশি সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
