ওমানে আজ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কয়েকটি প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের সময় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৭ মে) টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়, সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দক্ষিণ ও উত্তর আশ শারকিয়া, মাস্কাটের কিছু অংশ, আল দাখিলিয়াহ এবং দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। একইসাথে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এসময় ১৫ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় নাগরিক ও প্রবাসীদের ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল থেকে দূরে থাকতে বলা হয়েছে। একইসাথে বৃষ্টির পানিতে শিশুদের সাতার কাটা থেকে বিরত রাখা এবং ঝুঁকিপূর্ণ ওয়াদি দিয়ে গাড়ি পারাপার না করতে বলা হয়েছে।
আরো দেখুনঃ
https://www.youtube.com/watch?v=Qc7t3X8cpNM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
