ওমানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। শনিবার (২০ মে) এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে ওমানের বেশকিছু প্রদেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মাস্কাট, আল বুরাইমি, আল দাহিরাহ, উত্তর ও দক্ষিণ আল বাতিনা, আল দাখিলিয়া, দক্ষিণ আশ ও উত্তর আশ শারকিয়া এবং ধোফার প্রদেশে ২০ থেকে ৪৫ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এসময় নাগরিক ও প্রবাসীদের ওয়াদি অর্থাৎ পাহাড়ি নিম্নাঞ্চল থেকে দূরে থাকতে বলা হয়েছে। একইসাথে বৃষ্টির পানিতে শিশুদের সাতার কাটা থেকে বিরত রাখা এবং ঝুঁকিপূর্ণ ওয়াদি দিয়ে গাড়ি পারাপার না করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
