রয়্যাল ওমান পুলিশ (আরওপি) পুনরায় ভিসা, পাসপোর্ট, ইমিগ্রেশন ও ট্র্যাফিক সম্পর্কিত সকল পরিষেবা বুধবার থেকে আবার শুরু করেছে। করোনা প্রাদুর্ভাবের জন্য এই সকল সেবা সাময়িক বন্ধ ঘোষণা করেছিলো আরওপি। আজথেকে বিলম্বিত ভিসা ও এক্সপ্রেস ভিসা পুনঃ নবায়ন ব্যতীত যে কোনো ধরনের আরওপি পরিষেবাদি নিতে পারবেন।
বুধবার আরওপি অনলাইনে এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, পরিষেবা কেন্দ্রগুলিতে লোকদের প্রবেশের জন্য সুরক্ষা ব্যবস্থা কঠোরভাবে অনুসরণ করতে হবে। যাদের আরওপি পরিষেবার প্রয়োজন তারা বুধবার থেকে সেবা নিতে পারবেন। তবে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলতে হবে।
আরও পড়ুনঃ প্রাকৃতিক সুন্দরের অপরূপ লীলাভূমি ওমান
গত ১৯ মার্চ ওমানে করোনা ভাইরাসের কারণে নাগরিক স্ট্যাটাস, ভিসা প্রদান, ভিসা স্ট্যাম্পিং, ট্র্যাফিকের জিডিসহ রেসিডেন্স কার্ড/পতাকা পরিষেবা, সাধারণ অধিদপ্তরের পাসপোর্ট পরিষেবা স্থগিত করা হয়েছিল। আরওপি’র পরিষেবাগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে ট্রাফিক, পাসপোর্ট, আবাসন, সিভিল স্ট্যাটাস বিভাগগুলিতে জনসাধারণের বেশ প্রভাব পড়ে। তবে দেশটির খারাপ অবস্থায় মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। এছাড়াও আটকে থাকা পর্যটকদের পরিষেবাগুলি খোলা না হওয়া পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে, আরওপি যানবাহন নিবন্ধন নবায়নের জন্য অনেকগুলি স্বয়ংক্রিয় (সেলফ সার্ভিস) কিউসেক রেখেছেন। সুত্রঃ ওমান ডেইলি
আরওপি’র সেবা নিতে আসা মানুষের ভিড়। ছবিঃ ওমান ডেইলিএদিকে দীর্ঘদিন বন্ধের পর আজ পুনরায় আরওপি সেবা চালু করায় বেশ ভিড় লক্ষ করা গেছে বিভিন্ন আরওপি অফিসে। তবে আরওপি থেকে সবাইকে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি অনুস্মরণ করে আরওপি সেবা নিতে অনুরোধ জানানো হয়েছে।
আরও দেখুনঃ ওমানে বাংলাদেশীদের কৃষি বিপ্লব
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
