দেশের বাইরে বসে বিভিন্ন ধরনের অসত্য তথ্য দিয়ে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে সরকারবিরোধী একটি চক্রটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এই চক্রের ২২ জনের তালিকা করেছে।
গত বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয়েছে। বৈঠকে সংসদীয় কমিটির কাছে উপস্থাপন করা এক প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে বসে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, উসকানিমূলক ও সম্পূর্ণ বানোয়াট বক্তব্য প্রদানকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে কাজ চলছে। অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার ও প্রয়োজনীয় ক্ষেত্রে জবাব দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়, বিদেশে বসে সরকারবিরোধী প্রচারণায় জড়িতদের বিষয়ে বিদেশস্থ বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো সতর্ক রয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক ও কাজী নাবিল আহমেদ অংশ নেন।
জানা গেছে, কমিটির আগের বৈঠকে কমিটির পক্ষ থেকে বিদেশে বসে দেশবিরোধী কর্মকাণ্ড পরিচালনাকারীদের চিহ্নিত করতে বাংলাদেশ মিশনগুলোকে কর্মতৎপরতা বৃদ্ধির সুপারিশ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
