মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে দোলোয়ার হোসেন নামের কুয়েত প্রবাসী এক যুবক নিহত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর আঞ্চলে এই ঘটনা ঘটে।
শুক্রবার বিকেলে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কে মোটরসাইকল যোগে বাড়ী ফেরার পথে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়।
নিহত দেলোয়ার হোসেন (৪০) কালিয়াকৈর উপজেলার বিলবাড়ীয়া এলাকার মৃত সমছুল হকের ছেলে। স্থানীয় চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু দেলোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
