বেআইনিভাবে হাঙ্গেরিতে ঢোকার চেষ্টাকালে ৪৭ জন বাংলাদেশি ও পাকিস্তানি অভিবাসীকে আটক করেছে রোমানিয়া সীমান্ত পুলিশ। এদের মধ্যে ২৩ জনের বেশি বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
রোমানিয়ার নাদলাক এবং নাদলাক-২ সীমান্ত পয়েন্ট থেকে দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মঙ্গলবার দুটি লরিতে লুকিয়ে শেঙেন সীমান্তে প্রবেশ করতে চেষ্টা করেন অভিবাসীরা।
একটি গাড়ি নাদলাক বর্ডার ক্রসিং পয়েন্টে থামানো হয়। নথি অনুসারে মিনারেল ওয়াটারের বোতল পরিবহণ করছিলেন চালক। তবে বিশেষ বগিতে ২৩ জনকে দেখতে পায় পুলিশ। প্রাথমিক তদন্তের পর জানা যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক। যাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে।
সবাই বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় রোমানিয়াতে প্রবেশ করেছিলেন। এছাড়া অন্য একটি লরি থেকে ২৪ জনকে আটক করা হয়। যারা বাংলাদেশি এবং পাকিস্তানি নাগরিক। তাদের বয়স ২০ থেকে ৪৯ বছরের মধ্যে। সবাই বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন।
এদিকে, বাংলাদেশিদের এমন কর্মকান্ডে চরম অসন্তুষ্ট রোমানিয়া। ফলে, বাংলাদেশ থেকে তাদের অস্থায়ী কন্স্যুলার টিম গুটিয়ে নিয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশি কর্মীরা রোমানিয়ায় গিয়ে অন্য দেশে চলে যায়। সে কারণে রোমানিয়া আমাদের ওপর একটু অসন্তুষ্ট।
গত ১৬ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, এটা দুঃখজনক। রোমানিয়া ইতোমধ্যেই ৩০ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছে। তারা গেছেও। আমার অনুরোধে তারা এখানে এসে ভিসা দিয়েছে। কিন্তু ওখানে যাওয়ার পরে ১০ শতাংশ লোকও রোমানিয়ায় থাকে না। সে কারণে রোমানিয়া আমাদের ওপর একটু অসন্তুষ্ট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
