আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কসাইখানার জন্য নতুন সময়সূচী ঘোষণা করেছে মাস্কাট পৌরসভা। পশু জবাইয়ের জন্য সিব এবং আমরাতের পৌর কসাইখানাগুলোর কাজের সময় সংশোধন করেছে।
মাস্কাট পৌরসভার এক বিবৃতিতে জানিয়েছে, ১৭ এপ্রিল থেকে কসাইখানার কর্মঘণ্টা হবে ব্যক্তি পর্যায়ে সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এবং কোম্পানিগুলোর জন্য সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত। তবে, ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
২১ এপ্রিল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত কসাইখানায় ছাগল এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গরু ও উট কোরবানি করা হবে।
ঈদুল ফিতরের তৃতীয় দিন থেকে কসাইখানাগুলো সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাভাবিক কর্মঘণ্টাতে ফিরে আসবে। ১৬ এপ্রিল মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
