করোনার কারণে গত দুটি ঈদ প্রিয়জনের সাথে না করতে পারলেও এবছর দেশে আসার ঢল নেমেছে প্রবাসীদের। এদিকে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা এয়ারপোর্টসহ সারা দেশে বেপরোয়াভাবে সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান ও মলম পার্টি।
গত কয়েকদিন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন অনেকে। সারা বছর অজ্ঞান বা মলম পার্টির তৎপরতা কিছুটা কম থাকলেও যে কোনো বড় ধরনের উৎসবের আগে তাদের তৎপরতা কয়েকগুণ বেড়ে যায়।
অজ্ঞান পার্টি ও মলম পার্টির মূল টার্গেট প্রবাসী এবং ঈদে ঘরমুখো মানুষ। মূল অস্ত্র বিশেষ ধরণের হালুয়া, মলম ও স্প্রে। কখনও যাত্রী সেজে, কখনও হকার বেশে ঘুরে বেড়ায় তারা। অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা যাত্রী সেজে বাস, ট্রেন ও লঞ্চে উঠে অন্যান্য যাত্রীদের সাথে সখ্যতা তৈরি করে, টার্গেট করা ব্যক্তিকে সুযোগ পেলেই খাদ্যদ্রব্য বা সুগন্ধির সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে কিংবা মলম বা স্প্রে ব্যবহারের মাধ্যমে অজ্ঞান করার পর উক্ত ব্যক্তির সাথে থাকা টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়।
*অজ্ঞান ও মলম পার্টি রোধকল্পে করণীয়।
# এয়ারপোর্ট থেকে অপরিচিত গাড়ি না নেওয়া। এ ক্ষেত্রে নিরাপত্তার জন্য প্রবাসীর ট্যাক্সি ব্যবহার করতেন পারেন প্রবাসীরা। তাদের গাড়ি বুকিংয়ের জন্য কল করুন +880 1321-199022 নাম্বারে।
# রাস্তাঘাট ও ফুটপাতের ভ্রাম্যমাণ চা, কফি, শরবত, ফল, ডাবের পানি, জুস, পান, সিগারেট খাওয়া থেকে বিরত থাকা।
# যাত্রাপথে কোন অপরিচিত ব্যক্তি কোন কিছু খেতে দিলেও তা না খেয়ে ভদ্রচিতভাবে এড়িয়ে যাওয়া।
# যাত্রাপথে ভ্রাম্যমাণ কোন হকার কিংবা ফেরিওয়ালার নিকট থেকে কোন খাবার না খাওয়া।
# কোন খাবার খাওয়ার আগে খাদ্যদ্রব্যের গুণগত মান, রং, ঘ্রাণ ও মেয়াদ ইত্যাদি যাচাই করা। কোন খাবার খাওয়ার পূর্বে খাবারের প্যাকেট বা পানির বোতল পূর্বে খোলা হয়েছে কি-না পরীক্ষা করা। প্রয়োজনে যাত্রা পথে বাড়ি থেকে সংগৃহীত পানি বা খাবার সঙ্গে রাখতে হবে।
# ভ্রাম্যমাণ হকারদের গাড়িতে উঠতে না দেওয়া এবং পাশের কোন যাত্রী অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে ড্রাইভার কন্ট্রাক্টর, হেলপার কিংবা অন্য কোন গ্রহণযোগ্য ব্যক্তিকে অবহিত করতে হবে। গাড়িতে ঘুমন্ত/ অজ্ঞান অবস্থায় কোনো ব্যক্তিকে পাওয়া গেলে নিশ্চিত হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করুন।
# ভ্রমণের সময় নিজ মালামালের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন এবং যাত্রাপথে অপরিচিত কারো মিষ্টি কথায় আকৃষ্ট হবেন না।
# নগদ অর্থ বা যেকোন মূল্যবান দ্রব্য নিরাপদ হেফাজতে রাখা।
# যেকোন প্রয়োজনে পুলিশের সহায়তার জন্য কল করুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
