ঈদ পরিবার, বন্ধু, পরিজনের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার একটি উপলক্ষ। শুধু উৎসবই নয়, ঈদ দেশের সবচেয়ে বড় ফ্যাশন মৌসুমও বটে। ঈদের পোশাক পরার উপলক্ষ তো এক নয়, একাধিক। সাত সকালে শ্বেত-শুভ্র পাঞ্জাবি আর টুপি পরে পুরুষেরা বেরিয়ে পড়েন নামাজ আদায়ের জন্য।
মা-খালা-বোনেরা নতুন একটা ছিমছাম জামা পরে ঢুকে পড়েন হেঁশেলে। ঈদের খুশির পূর্ণ আমেজ দেখা যায় স্কুল-কলেজপড়ুয়া কিশোরী আর শিশুদের মধ্যে। ঝটপট গোসল সেরে রঙিন পোশাক পরে সারা বাড়ি দৌড়ে বেড়ানো কিংবা টুক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া।
বিকেলের আড্ডা কিংবা দুপুর ও সন্ধ্যার আয়োজনে সবারই চাই ক্লাসিক কিছু। এভাবেই ঈদের দিনের আয়োজনের সঙ্গে বদলে যেতে থাকে পোশাকের ধরন, রং, প্যাটার্ন ও ক্ষেত্র বিশেষে কাপড়ও।
অনেকেই ঈদের আনন্দ পোশাকের মধ্যদিয়ে ভাগাভাগি করে থাকে। প্রতি ঈদেই বাহারি ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয় দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ইজি। জনপ্রিয় এই ব্র্যান্ডটি সব সময় চেষ্টা করে পোশাকে নতুনত্বের ছোঁয়া আনতে।
এবারও ঈদ উপলক্ষে ইজি এরই মধ্যে অসংখ্য নতুন ডিজাইনের কালারফুল সব ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পলো-শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, পাঞ্জাবি, কুটি, কাবলি পাঞ্জাবি নিয়ে হাজির হয়েছে।
প্রতিটি শোরুমেই পাওয়া যাচ্ছে ইজির এই নতুন কালেকশন। আকর্ষণীয় সব পোশাক ও আনুষঙ্গিক ফ্যাশন অনুষঙ্গ নিয়ে এবারও ইজির আউটলেটগুলো সেজেছে বর্ণিল সাজে। ঢাকাসহ সারাদেশে ইজি’র ৮০টির মতো শোরুম রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
