ইমো’র মাধ্যমে প্রতারণাকারী জালিয়াতি চক্রের বিষয়ে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। ওমান পুলিশের লোগো ব্যবহার করে এই জালিয়াতি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, রয়্যাল ওমান পুলিশের লোগো সম্বলিত ইমো একাউন্ট আইডি থেকে এই প্রতারণা চালানো হচ্ছে।
প্রতারক চক্র এই আইডির মাধ্যমে টার্গেটকৃতদের ইমুতে মেসেজ পাঠানো হচ্ছে। ব্যবহারকারীদের জানানো হচ্ছে তাদের কিছু ট্র্যাফিক জরিমানা রয়েছে এবং এই জরিমানা পরিশোধের জন্য তাদের ব্যাংক একাউন্টের তথ্য নিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ফলে, অনেকেই তাদের ফাঁদে পরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইতিমধ্যেই অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ। এ ধরণের জালিয়াতির বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছে ওমান পুলিশ।
এদিকে, ‘এবারের ঈদ উপলক্ষে ওমানের ধর্ম মন্ত্রণালয় থেকে ৯০ রিয়াল দেওয়া হচ্ছে’ এমন একটি ফিশিং লিংক ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়া ফিশিং লিংকের বিষয়ে সতর্কতা জারি করেছে ওমানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এই লিংকের সাথে মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই এমনটি সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এই জাতীয় লিংক মোকাবেলায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, মূলত ঈদ এবং বিভিন্ন উৎসবের পূর্ব মুহূর্তে সাইবার অপরাধীরা মাথা চাড়া দিয়ে উঠে। আর তাই লোভনীয় কোন পুরস্কার দেবার কথা বলে মোবাইলে মোবাইলে ফিশিং লিঙ্ক ছড়ানো হয়। কৌতুহলবশত এমন লিঙ্কে ক্লিক করলেই ঘটতে পারে নানা রকম বিপত্তি। প্রবাসীদের এসব সাইবার অপরাধীদের থেকে নিজেকে রক্ষা করতে অপরিচিত কোনো লিংকে ক্লিক না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
