মধ্যপ্রাচ্যের জিসিসি তালিকাভুক্ত দেশগুলো পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা হচ্ছে। খুব শীঘ্রই এই দেশ সমূহের বাসিন্দারা এক দেশ থেকে আরে দেশে যেতে পারবেন। বৃহস্পতিবার ওমান সুপ্রিম কমিটির এক বৈঠকে দেশটির পরিবহণ মন্ত্রী বলেন, ওমানের বর্ডার গুলো খুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। ওমানে কোনো পর্যটক প্রবেশ করতে চাইলে, তার অবশ্যই করোনামুক্ত সার্টিফিকেট লাগবে।
আরও পড়ুনঃ ভিসাপ্রাপ্ত লাখো শ্রমিক ও প্রবাসীর বিদেশযাত্রা অনিশ্চিত
মন্ত্রী আরও বলেন, ইতিমধ্যেই গত ২২ জুন থেকে ওমানের নাগরিকদের দুবাইর বর্ডার খুলে দেওয়া হয়েছে। এখন ওমানের নাগরিকরা চাইলেই সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। এদিকে দেশটির রোগ নিয়ন্ত্রণ মহাপরিচালক ডঃ সাইফ আল আব্রি বলেন, “জিসিসি খুলে দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ একটি সমন্বিত পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে, যা এই দেশগুলির মধ্যে নাগরিক এবং বাসিন্দাদের চলাচলে সহজতর করবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
