ওমানের আল দাখিলিয়াহ প্রদেশের আল জাবাল আল আখদারের এলাকায় গোলাপ ফুল চাষের মৌসুম শুরু হয়েছে। ৩ হাজার মিটারের বেশি উচ্চতায় সবুজ এলাকাগুলো এখন গোলাপ ফুল দিয়ে ভরে গেছে। বর্তমানে ৭ থেকে ১০ একর এলাকা জুড়ে পাঁচ হাজারেরও বেশি গোলাপ গাছ দিয়ে আচ্ছাদিত।
এসব গাছ থেকে উৎপাদিত গোলাপ জলের পরিমাণ আনুমানিক ২৮ হাজার লিটার। মঙ্গলবার (৪ এপ্রিল) টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়।
আল দাখিলিয়ার হেরিটেজ অ্যান্ড ট্যুরিজমের সহকারী পরিচালক আলী সাইফ আল শুকাইলি বলেন, আল জাবাল আল আখদারে গোলাপের মৌসুম পর্যটন বৈচিত্র্যের সূচনা করে এবং পর্যটকদের গোলাপ জল নিষ্কাশনের ঐতিহ্যগত এবং আধুনিক পদ্ধতিগুলো ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করার সুযোগ দেয়।
মৌসুমটি মার্চের শেষ থেকে শুরু হয় এবং প্রতি বছর এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলতে থাকে। এটি সাধারণত গোলাপ জলের পাতনের সাথে যুক্ত। তিনি উল্লেখ করেন যে, মন্ত্রণালয় আল জাবাল আল আখদারে বিনিয়োগকে উৎসাহিত করার উপর অত্যন্ত গুরুত্ব দেয়, বিশেষত পর্যটন রিসোর্ট, হোটেল এবং গেস্টহাউসের মতো পর্যটন প্রকল্পগুলোকে আকৃষ্ট করে।
আল শুকাইলি বলেন, আল জাবাল আল আখদার রোডের টুরিস্ট সার্ভিসেস সেন্টার গোলাপ ফুলের মৌসুম থেকে একজন পর্যটক কীভাবে সর্বোত্তমভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
