ওমানের শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত মার্চে ৮৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মাস্কাট ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়। শ্রম মন্ত্রণালয় জানায়, রয়্যাল ওমান পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে শ্রম মন্ত্রণালয় জানায়, যৌথ শ্রম পরিদর্শন দলের কার্যালয়, মাস্কাট পৌরসভা এবং রয়্যাল ওমান পুলিশের সমন্বয়ে মার্চ মাসে সিবের এলাকায় অবৈধ ভ্রাম্যমাণ দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাস্কাট পৌরসভার মতে, শুধুমাত্র ওমানিরা ভ্রাম্যমাণ ব্যবসায় জড়িত হতে পারে। বিক্রেতাদের অবশ্যই প্রস্তাবিত কার্যক্রমের জন্য প্রাথমিক অনুমোদনের জন্য আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট পৌরসভা অফিস থেকে চূড়ান্ত অনুমোদন না নিয়ে এটি পরিচালনা করা যাবে না।
মাস্কাট পৌরসভা সমস্ত ভ্রাম্যমাণ বিক্রেতাদের বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ প্রচার মন্ত্রণালয় কর্তৃক জারি করা নির্ধারিত স্বাস্থ্য নির্দেশনা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী তাদের ব্যবসা পরিচালনা করার আহ্বান জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
