করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে দীর্ঘদিন বন্ধের পর আগামী জুলাই থেকে পুনরায় ওমানে খুলে দেওয়া হচ্ছে রয়্যাল ওমান পুলিশের পাবলিক পরিষেবা সেন্টার সমূহ। বুধবার রয়্যাল ওমান পুলিশের বরাত দিয়ে দেশটির জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, আগামী মাস থেকে ট্র্যাফিক, পাসপোর্ট, রেসিডেন্স কার্ড/পতাকা পরিষেবা শুরু করবে রয়্যাল ওমান পুলিশ।
আরও পড়ুনঃ আজ রাতে লাইভে আসছেন তাহেরি এবং কলরব
জুলাই মাসের ১ তারিখ থেকে খুলে দেওয়া হবে পুলিশের এইসব সেবা সমূহের অফিস। তবে সেবা নিতে আসা সবাইকে অবশ্যই দেশটির সুপ্রিম কমিটির স্বাস্থ্য নির্দেশনা যথাযথ মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে রয়্যাল ওমান পুলিশের পক্ষথেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
