সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪টি কালো সোনা উদ্ধার করেছে ভারতের কেরালার কোচি বিমানবন্দরের শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ)।
উদ্ধারকৃত এসব ডিম হুবহু কালো রঙের ডিমের মতোই দেখতে। অথচ সেগুলোই নাকি সোনার বিশেষ এক যৌগিক অবস্থা। আর ওইভাবেই সেগুলো একটি ক্যাপসুলের মাধ্যমে শারজাহ থেকে বিমানে এসে পৌঁছেছিল কোচি বিমানবন্দরে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (এআইইউ) সোনাগুলো বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করে। এআইইউ জানিয়েছে, ওই ৪টি কালো ডিমের মতো দেখতে সোনার যৌগের ওজন ৯০০.২৫ গ্রাম। যার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।
জানা গেছে, শুল্ক দপ্তরের কর্মকর্তারা শারজাহ থেকে আসা জি৯ ৪২৬ বিমানে হুসেন নামে এক ব্যক্তিকে কোচি বিমানবন্দরের গ্রিন চ্যানেলে আটক করেন। তার কাছ থেকেই উদ্ধার করা হয় ওই সোনাগুলো। প্রাথমিক তদন্তে জানা গেছে, হুসেন ভারতের কেরালার পালাক্কড়ের বাসিন্দা। সোনা পাচারে তিনি কোনো চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ নিয়ে ভারতে গত পাঁচ দিনে পঞ্চম পাচারের ঘটনা এটি। যার মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি ২০ লাখ টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছিল। তিন দিন আগে আরও একটি পাচারের ঘটনায় ৪৩ লাখ টাকার ৮৫৭ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয় দেশটির বিমানবন্দর থেকে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
