নূরুন নাহার (৩৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার টাঙ্গাইলের ভূঞাপুরের পৌর এলাকার ঘাটান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, নূরুন নাহারের স্বামী টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী গ্রামের আব্দুল আলীম ১০ বছর ধরে মালেশিয়ায় থাকেন। তার স্ত্রী ছেলেকে লেখাপড়া করানোর জন্য ভূঞাপুরে বাসা ভাড়া করে থাকতেন। এরই মধ্যে পরকীয়ায় জড়িয়ে পড়েন নূরুন নাহার। এক মাস ধরে তার স্বামী বাড়ি এলে শুরু হয় অশান্তি।
স্বজনরা আরও জানান, শনিবার নিজের রান্না ঘরে ফাঁসি দেওয়ার আগে নূরুন নাহার একটি চিরকুট লিখে যান। সেখানে স্বামীর মানসিক যন্ত্রণা এবং পরকীয়ার সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করেন তিনি। ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম শেষে যথারীতি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















